ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া ডিগ্রী কলেজ প্রতিষ্ঠার ৫০ বছর পুর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনা ও আগুনে পুড়ে নিহত ৯
এ উপলক্ষে শনিবার সকাল ১১ টায় রুহিয়া ডিগ্রী কলেজ হতে একটি বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ মামুনুর রশিদ। এ সময় কলেজের নবীন ও প্রবীন শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেন এবং উচ্ছাস প্রকাশ করেন। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কলেজে ফিরে আসে।
পরে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কলেজ মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আরও পড়ুন: আ’লীগের হাত ধরেই সব অর্জিত হয়েছে
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক কুরাইশি।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. অরুনাংশু দত্ত টিটো, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান, রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ বাবু , ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু , অনিল কুমার সেন প্রমুখ।
আরও পড়ুন: মদপানে ৬৫ জনের মৃত্যু
সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রায় ৫ হাজার নবীন প্রবীন শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়।
উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ডিগ্রী কলেজ ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯২২ সালে কলেজটি ৫০ বছরে পদার্পণ করায় সুবর্ন জয়ন্তী উদযাপন করা হয়।
সান নিউজ/এমআর