সারাদেশ

উলিপুরে বিজয় দিবস পালিত

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মহান বিজয়ের ৫১তম দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রভাতে ৫০ বার তোপধ্বনী, সূর্য্যদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনার, বঙ্গবন্ধুর ম্যুরাল সাক্ষী ৭১'র গণকবর স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

প্রভাতের শেষে শহীদ মিনার প্রাঙ্গণে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় একটি বিজয় র‌্যালি শহীদ মিনার চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শেষ হয়।

এরপর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। পরে বীর মুক্তিযোদ্ধা, স্কাউটস, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা, উলিপুর পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুজ্জামান।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবীব রানা, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে উপজেলা আওয়ামী লীগ সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, বাঙ্গালী জাতির জনকসহ সকল শহীদদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁদের আত্মার শান্তি কামনা করেন।

উল্লেখ্য, প্রতিটি ইউনিয়নে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত দিবসটি নানা আয়োজনে উদযাপনসহ খেলাধুলার আয়োজন করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা