মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে "দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন, এ শ্লোগানে ২০ তম আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসটি পালন হয়েছে।
আরও পড়ুন: রোহিঙ্গাদের ফিরে যাওয়া উচিত
শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে জেলা কালেক্টরেট মাঠে দিবসটি উপলক্ষে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন, পায়রা ওড়ানো, মানববন্ধন হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা করা হয়।
জেলা প্রশাসন এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি অনুষ্ঠানটি আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।
আরও পড়ুন: মাগুরায় ২ র্যাব সদস্যসহ নিহত ৩
মানববন্ধনে দুদকের কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি সরকারি, বেসরকারি পর্যায়ের আম্বালা ফাউন্ডেশন, জেলা পল্লী শিশু ফাউন্ডেশন অব-বাংলাদেশ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদির মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (অবস্) মো. আদিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) কামরুল ইসলাম খান, মুন্সীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র সোহেল রানা রানু, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান গাজী, আম্বালা ফাউন্ডেশনের প্রোগাম ম্যানেজার মো. আলমগীর হোসেন জোয়ারদার, জোনাল ম্যানেজার মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।
আরও পড়ুন: সৌদি আরবের সঙ্গে চীনের চুক্তি
জাতিসংঘ ২০০৩ সালের ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্তীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। সে হিসেবে এবার ২০ তম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। সরকারিভাবে ২০১৭ সাল থেকে দেশে দিবসটি উদযাপিত হচ্ছে।
সান নিউজ/এমআর