শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে বিভিন্ন সময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পরিবারের মধ্যে ঢেউ টিন ও গৃহনির্মাণ মঞ্জুরি বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন : আ’লীগের জনসভা শুরু
বুধবার (৭ডিসেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদারীপুর সদর উপজেলা আচমত আলী খান মিলানায়তনে ৫১টি পরিবারের মধ্যে ২ বান্ডেল করে ঢেউটিন ও নগদ ৩ হাজার করে টাকা এবং ১টি করে কম্বল বিতরণ করা হয়।
সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এম পি প্রাধান অতিথি হিসেবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের হাতে নগদ টাকা ও টিন তুলে দেন।
আরও পড়ুন : বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
এ সময় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মাইনউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান ওবাইদুর রহমান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমানসহ প্রমুখ।
আরও পড়ুন : আইনজীবীর মরদেহ উদ্ধার
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান খান জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৫১টি পরিবারের প্রত্যেককে ঘরগুলো দ্রুত পুনঃমেরামতের জন্য ২ বান্ডেল করে টিন ও নগদ ৩ হাজার করে টাকা বিতরণ করা হয়েছে।
সান নিউজ/এইচএন