কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ইউএনও শোভন রাংসা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।
এ সময় বক্তব্য রাখেন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম ডি ফয়জার রহমান, সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সরকার ইসাহাক আলী, বীর মুক্তিযোদ্ধা রবিউস সামাদ প্রমুখ।
উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা উম্মে হাবিবা পলির সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তারিফুর রহমান সরকার, উপজেলা প্রাণিসম্পদ স¤প্রসারণ কর্মকর্তা ডা: এ এফ এম শাহরিয়ার তালুকদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার সহ বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থী বৃন্দ।
সান নিউজ/এসআই