রবিবার, ৬ এপ্রিল ২০২৫
সারাদেশ প্রকাশিত ১ ডিসেম্বর ২০২২ ১০:২৬
সর্বশেষ আপডেট ১ ডিসেম্বর ২০২২ ১০:২৭

জমিজমা নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি: জমিজমা নিয়ে বিরোধের জেরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সমশের আলী( ৮০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।তবে ঘটনাটি সাজানো বলে দাবি করেছেন কেউ কেউ।

আরও পড়ুন : জোড়া শিশুর দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী

বুধবার দিবাগত রাত ৩টার দিকে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের জিয়াখোর সাধুবান্ধা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ ওই এলাকার মৃত বসির উদ্দীনের ছেলে।নিহত ব্যক্তি সাধুবান্ধা পুকুর পারের গুচ্ছগ্রামে বসবাস করে আসছিলেন।

স্থানীয়রা জানান, বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের জিয়াখোর গ্রামের রহিম উদ্দীনের সঙ্গে একই গোত্রের সমসের আলরি মাঝে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে দীর্ঘ কয়েক বছর যাবত।এ নিয়ে জজ আদালতে স্বর্তের মামলাও চলছে।এদিকে গত বুধবার বিকেলে মৃত সমসের আলীর লোকজন বাড়ির পাশে একটি জমি দখল করতে যায়।এতে বাঁধা দেয় ডা. রহিম উদ্দীনের লোকজন। এতে দু পক্ষের লোকজনের মাঝে সংর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৭/৮ জন আহত হয়।আহতদের ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার পর সমসের আলী বাড়িতে ছিলেন।

বুধবার রাত ৩ টার দিকে সমশের আলী ঘরের বাইরে মাটিতে ফেলে রেখে একদল দুর্বৃত্তরা তার মাথায় ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় ।এ ঘটনার জন্য ড. রহিম উদ্দীনের পরিবারের লোকজন দায়ী করছেন। কিন্তু স্থানীয় একটি সূত্র জানায়,ডা. রহিম উদ্দীনের পক্ষের লোকজন প্রভাবশালী হওয়ায় এবং তাদের সঙ্গে অপর পক্ষ পেরে না উঠায় নিজেরা ওই বৃদ্ধকে হত্যা করতে পারে।ঘটনার সময় মৃতের ছেলে ঠাকুরগাঁও সদর হাসপাতালে থাকায় এবং পিতার মৃত্যুর সংবাদ জানা সত্ব্যেও বাড়িতে না ফেরায় ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন অনেকে।ঘটনাটি জানাজানি হলে সকালে পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

আরও পড়ুন : ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা মাস ঘোষণার দাবি

বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম ডন বলেন,নিহত সমসের আলীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা