কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে মিনা বেগম (৬০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : শিক্ষা বৃত্তি ও গুণী সংবর্ধনা অনুষ্ঠিত
বৃহস্পতিবার (১ নভেম্বর) দুপুরে উলিপুর পৌরসভাস্থ আব্দুল হাকিম মৌজার দাড়ারপাড় গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত গৃহবধু ওই গ্রামের আবুল হোসেনের স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে, মিনা বেগম (৬০) বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামলে তার পুর্বের মৃগী রোগ ভেসে ওঠে এতে সে পানিতে ডুবে যায়। দেবর আব্দুল আউয়াল ওই পুকুরে গোসল করতে গিয়ে একটি ওড়না ভাসমান অবস্থায় দেখতে পায়।
আরও পড়ুন : হবিগঞ্জে ধর্ষণের দায়ে দুইজনের মৃত্যুদন্ড
এরপর তার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পানি থেকে তার মরদেহ উদ্ধার করে। মিনা বেগম সংসার জীবনে দুই পুত্র ও দুই কন্যা সন্তানের জননী ছিলেন।
আরও পড়ুন : শিক্ষা বৃত্তি ও গুণী সংবর্ধনা অনুষ্ঠিত
উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান বলেন, ঘটনাটি জানার পর পুলিশ পাঠানো হয়েছে।
সান নিউজ/এইচএন