ঠাকুরগাঁও প্রতিনিধি : জমিজমা নিয়ে বিরোধের জেরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সমশের আলী ( ৮০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: জোড়া শিশুর দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী
বুধবার দিবাগত রাত ৩টার দিকে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সাধুবান্ধা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ ওই এলাকার মৃত বসির উদ্দীনের ছেলে। নিহত ব্যক্তি সাধুবান্ধা পুকুর পারের গুচ্ছগ্রামে বসবাস করে আসছিলেন।
আরও পড়ুন: গৌরবময় বিজয়ের মাস শুরু
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেলে একই এলাকার রহিম উদ্দীনের সাথে মৃত সমসের আলীর লোকজনের মাঝে জমিজমা নিয়ে বিরোধের জেরে দু'পক্ষের মধ্যে সংর্ষের ঘটনা ঘটে। এতে সমসের আলীর আত্বীয় ৬/৭ জন গুরুতর আহত হয়।তারা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এরই মধ্যে বুধবার রাত ৩ টার দিকে প্রতিপক্ষের লোকজন সমশের আলীকে ঘুমন্ত অবস্থায় ঘর থেকে বের করে বাইরে নিয়ে আসে। এরপর দুর্বৃত্তরা সমসের আলীর মাথায় ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এরপর পরিবারের লোকজনের ডাকে স্থানীয়রা ছুটে আসে। সকালে পুলিশ লাশ উদ্দার করে মর্গে পাঠায়।
আরও পড়ুন: বিশ্বে বেড়েই চলছে মৃত্যু
নিহত বৃদ্ধের ছেলে ফজিল উদ্দীন বলেন, ঘটনার সময় আমি হাসপাতালে ছিলাম না। খবর পেয়ে সকালে আমি বাড়ি এসে আমার বাবার লাশ দেখতে পাই।
বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম বলেন, নিহত সমসের আলীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সান নিউজ/এমআর