টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের হ্নীলা বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির দুই শিশু শিক্ষার্থীকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। ক্লাসের পড়া না পাড়ায় স্কুলের প্রধান শিক্ষক মো. শামসুদ্দীন তাদের পিটিয়ে রক্তাক্ত করে।
আরও পড়ুন: করোনার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ
মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে হ্নীলা বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আহত রাখাইন দুই শিক্ষার্থীরা হলো- মোমো ছেন (১০) এবং ক্যজে লাং (১২)।
আরও পড়ুন: কারখানায় আগুনে পুড়ে নিহত ৬
আহত শিক্ষার্থী মোমো ছেনের বাবা চেন ছিন মং জানান, খবর পেয়ে বিদ্যালয়ে যাই। গিয়ে মো মো ছেন ও ভাগিনা ক্য জ লাংকে রক্তাক্ত ও জখম অবস্থায় পাই। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে আসা হয়।’
এই বিষয়ে প্রধান শিক্ষক শামসুদ্দিন জানান, ‘শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের শাসন করতে গিয়ে এমন ঘটনা ঘটেছে। আমার ভুল হয়েছে তাদের গায়ে তুলেছি।’
আরও পড়ুন: মৃত্যুতে শীর্ষে জাপান
জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার মো. এমদাদ হোসাইন চৌধুরী জানান, ‘এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা অতি দ্রুত রির্পোট জমা দিব সংশ্লিষ্ট কতৃপক্ষের হাতে।’
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, ‘শিক্ষার্থীদের হাত তুলার কোন সুযোগ নেই। ইতি মধ্য এ ঘটনায় আমাদের তদন্ত কমিটি কাজ করছে। রির্পোট অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সান নিউজ/এমআর