সান নিউজ ডেস্ক : মহাখালী রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বদরুল আলম (৩২) নামে এক যুবক নিহত হয়েছে।
আরও পড়ুন : এসএসসি ও সমমানের ফল প্রকাশ
সোমবার (২৮ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি।
নিহত বদরুল আলমের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার কাঞ্চনপুর গ্রামে। তিনি ওই এলাকার আব্দুর সবুরের ছেলে।
আরও পড়ুন : শান্তি মিশনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
পথচারী মেহেদী হাসান জানান, গতকাল (রোববার) সন্ধ্যা ৭টার দিকে মহাখালী রেল ক্রসিং দিয়ে পার হওয়ার সময় কমলাপুরগামী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন বদরুল। পরে আমরা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৮টায় মারা যান তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গতকাল (রোববার) সন্ধ্যায় মহাখালী ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আহত যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যায় সে। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে আছে। বিষয়টির রেলওয়ে থানাকে জানানো হয়েছে।
সান নিউজ\এফই