নিজস্ব প্রতিবেদক:
খুলনা: নকল মাস্ক, স্যানিটাইজার, ডিটারজেন্ট, এলইডি ভাল্ব ও মশার কয়েল বিক্রির দায়ে নগরীর খালিশপুর থানার মুজগুন্নী এলাকার ‘তালহা এন্টারপ্রাইজ’ সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকালে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আব্দুল্লাহ-আল-ফয়সাল।
এ সময় প্রতিষ্ঠানটির গোডাউন থেকে ৫০০ পিস নকল মাস্ক, দুই বান্ডিল স্যানিটাইজারের লেভেল, ৫০০ বোতল নকল হ্যান্ড স্যানিটাইজার, ২৫০ প্যাকেট সোনালী নকল মশার কয়েল, এক হাজার ৫০০ পিস নকল এলইডি ভাল্ব, ১৫০ প্যাকেট নকল ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার ও ১৭ বস্তা বিভিন্ন কোম্পানির নকল ডিটারজেন্ট পাউডার জব্দ করা হয় । এর অধিকাংশ পণ্য করোনা দুর্যোগে সাধারণ মানুষ ব্যবহার করেন। এসব পণ্য ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে খুলনায় এনে ওপরে লেভেল লাগিয়ে সেটি বাজারে ছড়িয়ে দেওয়া হতো।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আব্দুল্লাহ-আল-ফয়সাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে মুজগুন্নী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
তিনি বলেন, প্রতিষ্ঠানের মালিক মো. সোহরাব হোসেন শাওন দীর্ঘদিন ধরে ঢাকা থেকে নকল পণ্য খুলনায় বাজারজাত করছেন এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার এনএসআই খুলনা মেট্রো ও খালিসপুর থানার পুলিশ সদস্যদের নিয়েই এ অভিযান করা হয়। এ সময় তাদেরকে জরিমানা, সিলগালা ছাড়াও ভবিষ্যতে এমন কাজ না করতে সতর্ক করা হয়।
সান নিউজ/ এআর