টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন দুই মহিষের লড়াই চলছে। দেখছেন বহু উৎসুক দর্শক। সেখানে রয়েছেন দেশের আলোচিত ব্যক্তি উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ আবদুর রহমান বদি। হঠাৎ বলোয়ার মহিষ দুটি এগিয়ে আসে এমপি বদির দিকে। কিছু বুঝে উঠার আগেই তার গায়ের উপর যায় মহিষ।
কিন্তু অলৌকিকভাবে বেঁচে যান তিনি। পরে নিজে নিজে উঠে সে স্থান ত্যাগ করেন আলোচিত এমপি বদি। সামাজিক মাধ্যমের ছড়িয়ে পড়ে এক ভিডিওতে এমন চিত্র দেখা গেছে।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে আজ রোববার (২৭ নভেম্বর) বিকাল ৩টার দিকে টেকনাফের সমুদ্র সৈকতে এলাকার মানুষকে বিনোদন দেয়ার জন্য মহিষের লড়াই আয়োজন করে করা হয়। সেখানে লড়াই দেখতে যান আবদুর রহমান বদি। সেখানে এমন ভয়াবহ ঘটনার মুখোমুখি হন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত বিপজ্জনক ছিলো। যে তিনি মহিষের নিচে পড়েছিলো তাতে পিষ্ট হয়ে মারা যাওয়ার সম্ভাবনা ছিলো ৮০ভাগ। তবে তিনি অলৌকিকভাবে বেঁচে গেছেন। এমন অলৌকিক ঘটনা নিয়ে এখন পুরো জেলাজুড়ে আলোচনা চলছে।
এই বিষয়ে জানতে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও কল ধরেননি সাংসদ আবদুর রহমান বদি।
আবদুর রহমান বদি উখিয়া-টেকনাফ আসনের সাবেক দুইবারের সরকার দলীয় সংসদ সদস্য। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেননি। তবে তার স্ত্রী শাহীন আকতার দলের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। নিজে সাংসদ না হলেও গত চার বছর তিনি পুরোপুরি মাঠে ছিলেন।
সান নিউজ/এনকে