নিজস্ব প্রতিবেদক:
খুলনা: খুলনায় করোনায় ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পেশাজীবীর মধ্যে পরিচ্ছন্নতাকর্মীদের ১৯৫ পরিবার ও বিধবা, স্বামী পরিত্যক্তা ও শিশু প্রধান ১৩৪টি পরিবারের মধ্যে আর্থিক সহায়তা দিয়েছে বেসরকারি সেচ্ছাসেবী সংগঠন রূপান্তর।
বুধবার (২৯ জুলাই) দুপুরে খুলনা প্রেসক্লাবে প্রধান অতিথি সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক পরিচ্ছন্নতাকর্মী (ডোম, সুইপার ও ক্লিনিক্যাল বর্জ্য অপসারণকারীর) হাতে এ অর্থ তুলে দেন।
মেয়র বলেন, মহামারি করোনা প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে । সরকারের পাশাপশি বেসরকারি পর্যায়ে দুস্থ অসহায় মানুষদের জীবন ও জীবিকা সচল রাখার জন্য সহযোগিতা খুবই জরুরি।
তিনি বলেন, করোনার ভয়াবহতায় সঙ্কটাপন্ন মানুষকে পরিবারপ্রতি নগদ পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তার বিষয়টি খুবই প্রশংসনীয় উদ্যোগ। ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা দানের মতো করোনায় আক্রান্ত দুস্থ পেশাজীবীদেরও ধারাবাহিকভাবে সহযোগিতা করায় রূপান্তরের ভূয়সী প্রশংসা করেন। তিনি এভাবে অন্যান্য সংস্থাকেও এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, এনভায়রনমেন্ট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামের প্রধান ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ প্রমুখ।
পরে রুপান্তর খুলনা প্রেসক্লাবে দ্বিতীয় ধাপে বিধবা, স্বামী পরিত্যক্তা ও শিশু প্রধান ১৩৪টি পরিবারের মধ্যে পাঁচ হাজার করে নগদ অর্থ সহায়তা দেয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন ।
সান নিউজ/ এআর