হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): সংগঠন বিরোধী কর্মকান্ডের দায়ে ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের সদস্য পদ থেকে দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন: তীব্র গরমে ২০ হাজার মানুষের মৃত্যু
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) গৌরীপুর প্রেসক্লাবের আহবায়ক এইচ.এম খায়রুল বাসার ও সদস্য সচিব মশিউর রহমান কাউসার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গৌরীপুর প্রেসক্লাবের গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপ ও বিভিন্ন সময়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ১০ নভেম্বর সংগঠনের সভার সিদ্ধান্ত মোতাবেক তাঁকে বহিষ্কার করা হয়। এ বহিষ্কারাদেশ অনুসারে গৌরীপুর প্রেসক্লাবের সঙ্গে তাঁর কোন প্রকার সম্পৃক্ততা নেই।
সান নিউজ/এমআর