সান নিউজ ডেস্ক : গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় কম্পোজিট কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের দ্রুত চেষ্টাই আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পরুন : বিশ্বে কমেছে মৃত্যু ও আক্রান্ত
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন বলেন শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে এ আগুনের সূত্রপাত হয়,পরে আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
ভবানীপুর এলাকায় মোশারফ কম্পোজিট মিলস্ লিমিটেড কারখানার একতলা ভবনে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আরও পরুন : শপিংমলে বন্দুক হামলা, নিহত ৪
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর বেলাল আহমেদ বলেন, তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। সর্বশেষ তদন্তের পর তা বলা যাবে।
সান নিউজ\এফই