মোঃ মাফুকুর রহমান জ্যাকি, ব্রাহ্মণবাড়িয়া : ঢাকার আদালত চত্বর থেকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি পালিয়ে গেছে। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকাজুড়ে বাড়তি সতর্কতায় রয়েছে পুলিশ ও বিজিবি।
আরও পড়ুন : বিজিপির গুলিতে বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ
রোববার (২১ নভেম্বর) বিকেল থেকেই বাড়তি সতর্কতায় অবস্থান নিয়েছে সংশ্লিষ্টরা।
ইতোমধ্যে আখাউড়া স্থলবন্দর পুলিশ ইমিগ্রেশন কক্ষে পালাতক জঙ্গি সদস্য মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেলের ছবি টানিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন : সৈয়দপুরে মাদকদ্রব্যসহ আটক ৩
এছাড়াও বিজিবির পক্ষ থেকে প্রতিটি বিওপিকে (সীমান্ত পোষ্ট) সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোর্শেদুল আলম জানান, ওই দুই জঙ্গির ছবি ও ঠিকানা পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্ল্যাক লিস্টেড করে তাদের ছবি ইমিগ্রেশন কক্ষে টানিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন : পুলিশ কনস্টেবলের ১৭ বছরের কারাদন্ড
আমরা সতর্ক অবস্থায় রয়েছি। বিধি মোতাবেক সব ধরণের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া বিজিবি ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক হাসান উল্লাহ জানান, এ বিষয়ে নির্দেশনা আসার পর প্রতিটি বিওপিকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
সান নিউজ/এইচএন