নিজস্ব প্রতিনিধি:
বরগুনা: জেলা পুলিশের অধীনে সকল জলাশয়ে মৎস্য অবমুক্ত এবং বিভিন্ন ধরনের ফলজ ও ঔষধি গাছের ৫০০ চারা রোপণ কর্মসূচি চলছে। বরগুনার সব থানায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে পুলিশ বিভাগ।
গত সোমবার (২৬ জুলাই) বেলা ১২টায় এ কর্মসূচির উদ্বোধন করেন বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসলাম মিঠু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহরম আলী, মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি সাংবাদিক আনোয়ার হোসেন মনোয়ার, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সোহেল হাফিজ প্রমুখ।
সান নিউজ/ এআর