দেশের উত্তরা-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে আবারও বইছে শৈত প্রবাহ। আজ (২৩ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের প্রায় সব জেলায় তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠা-নামা করছে।
ঘন কুয়াশা আর কনকনে ঠাণ্ডার কারণে কাজে বের হতে পারছে না নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। ঠাণ্ডাজনিত রোগে আক্রন্তা হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। রোগীদের অধিকাংশই বৃদ্ধ ও শিশু। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে যানবাহন।
ঘন কুয়াশার কারণে দিনের বেলায় সূর্যের দেখা না মেলায় কমছে তাপমাত্রা। বাড়ছে শীতের প্রকোপ। শৈত প্রবাহ আর দুই-একদিন থাকবে। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।