আমিরুল হক, নীলফামারী: বাংলাদেশ মানবাধিকার ব্যুরো’র নীলফামারীর সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে প্লাজা সুপার মার্কেটের কার্যালয়ে আলোচনা সভা শেষে কমিটি নবগঠিত হয়।
আরও পড়ুন: ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
আলোচনা সভায় বিদায় সভাপতি প্রকৌশলী এ কে এম রাশেদুজ্জামানের সভাপতিত্ব বক্তব্য দেন, সিনিয়র সহ-সভাপতি এম এ করিম মিস্টার, সহ-সভাপতি আকতারুল হক, সহ-সাধারণ সম্পাদক মোস্তাফিজা হোসেন শিলা, প্রেস সম্পাদক সাংবাদিক আমিরুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, অর্থ সম্পাদক নুর- আইন ইকবাল, প্রভাষক আরিফুল ইসলাম, নুরুন নাহার প্রমূখ।
সভা শেষে সৈয়দপুর সাংগঠনিক জেলা কমিটি গঠন করা হয়। এতে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী এ কে এম রাশেদুজ্জাম রাশেদকে পুনরায় সভাপতি, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এম এ করিম মিস্টার, আকতারুল হক, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লিটন, সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক আমিরুল হক, প্রভাষক আরিফুল ইসলাম, নারী উদ্যোক্তা মোস্তাফিজা হোসেন শিলা, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, অর্থ সম্পাদক নূর-আইন ইকবাল, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মো. সামসুজ্জোহা (জোহা), দপ্তর সম্পাদক মো. বাদল, মহিলা বিষয়ক সম্পাদক মেহেরুন্নীসা, প্রেস সম্পাদ সাংবাদিক রেজা মাহমুদ, সমাজ বিষয়ক সম্পাদক নুরুন নাহার, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মো. আনোয়ারুল হক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শফি আহমেদকে নির্বাচিত করা হয়।
কমিটিতে কার্যকরী সদস্যরা হলেন, ডা. আব্দুল্লাহ, কুতুব উদ্দিন, আকবর এ আজম, কাজী জিয়াউর রহমান জিয়া, শাহাবাত আলী সাব্বু, জামিল আহম্মেদ, হাফেজ নুরুল হুদা, আরমান হোসেন বাদশা।
সান নিউজ/এনকে