মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: অবৈধ কারেন্ট জাল উদ্ধারের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়ন পরিষদের প্রভাবশালী চেয়ারম্যান হাজী গোলাম মোস্তফাকে কারাগারে পাঠানো হয়েছে। একই মামলায় মোশারফ হোসেন নামে অপর আরেকজনকেও কারাগারে পাঠানো হয়।
আরও পড়ুন: আগামীতে ভারত থেকে তেল আমদানি
রবিবার (২০ নভেম্বর) বেলা ১২টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইউপি চেয়ারম্যানসহ ২ জন আত্মসমর্পন করেন। এ সময় চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রোকেয়া রহমান তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আলম জানান, মৎস্য সংরক্ষণ আইনে দায়েরকৃত ৫ মামলায় হাইকোর্টের আগাম জামিনের প্রেক্ষিতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত ২৮ আগস্ট ও ৭ সেপ্টেম্বর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার মালিকানাধীন পঞ্চসারের গোসাইবাগ এলাকার জিএম কর্পোরেশন ও ডিঙ্গাভাঙ্গা এলাকায় সওবান ফ্যাক্টরীতে পৃথক অভিযানে ২ কোটি ৫১ লাখ কোটি মিটার ও ১ কোটি ৭ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধারের ঘটনায় নৌ-পুলিশ সদর থানায় পৃথক ৪ টি মামলা দায়ের করে। অপর একটি মামলা দায়ের করে কোস্টগার্ড।
সান নিউজ/এনকে