সান নিউজ ডেস্ক: নাটোরের বড়াইগ্রামের একটি অস্ত্র মামলার রায়ে আলতাফ হোসেন ভোলন (৩৫) নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম।
আরও পড়ুন: মৌসুমীর বাজিমাত!
দীর্ঘ প্রায় দেড় বছর মামলার স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীন এ রায় দেন। এ সময় দন্ডপ্রাপ্ত আলতাব হোসেন ভোলন আদালতে উপস্থিত ছিলেন। তিনি বড়াইগ্রামের কয়েনবাজারের পশ্চিম পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০২১ সালের ২৫ জুন কয়েন বাজার এলাকায় অভিযান চালায় র্যাব-৫। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আলতাব। পরে তার পিছু নিয়ে তাকে আটক করে দেহ তল্লাশীর সময় তার কোমড় থেকে একটি পিস্তল উদ্ধার করে র্যাব। পরে আলতাবের বিরুদ্ধে অবৈধভাবে অস্ত্রবহন করে এলাকায় আতঙ্ক ছড়ানোর অভিযোগে মামলা দায়ের করে বড়াইগ্রাম থানায় সোপর্দ করা হয়।
সান নিউজ/কেএমএল