মোঃ আসাদুজ্জামান (আসাদ), সাভার (ঢাকা): রাজধানী ঢাকার অদূরে সাভারে এসিল্যান্ড (ভূমি) কলাপাড়া উপজেলায় কর্মরত মোঃ আবু বক্কর সিদ্দিকীকে ছুরিকাঘাতের ঘটনায় জডিতদের ঢাকা ও সাভারের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। একই সাথে উদ্ধার করা হয়েছে ব্যবহার করা মুুঠো ফোনটিও।
আরও পড়ুন: ৬ হাজার বন্দিকে মুক্তি দিল মিয়ানমার
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানার (ওসি) দীপক চন্দ্র সাহা। তবে জব্দ করা হয়েছে ছিনতাই কাজে ব্যবহ্নত ছুরিটিও। গ্রেফতারকৃতদের বিস্তারিত জানা যায়নি।
পুলিশ জানায়, ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে ছিনতাইয়ের সাথে জড়িত ৫জন এবং মোবাইলটি যে দোকানে বিক্রি করা হয়েছে সেই দোকানদারকেও গ্রেফতার করা হয়েছে। আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: হাজীদের সঙ্গে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা
প্রসঙ্গত, গত ২২শে অক্টোবর ২০২২ইং ল্যান্ড সার্ভে ও সেটেলমেন্ট বিষয়ক প্রশিক্ষণ নিতে সাভারে আসেন পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকী। ১৪ নভেম্বর ২০২২ইং বিকালে অসুস্থ মাকে দেখার জন্য রাজধানী মিরপুরে যান ওই দিন রাতেই সাভারে ফিরে আসেন। রাতে সাভারের সি এ্যান্ডবি এলাকায় বাস থেকে নামার পর ছিনতাইকারীদের কবলে পড়েন এবং ছুরিকাঘাতে আহত। পুলিশ উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরের দিন আবু বক্কর সিদ্দিকীর ভগ্নিপতি সুমন হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।
সান নিউজ/কেএমএল