নিজস্ব প্রতিবেদক:
খুলনা: সুন্দরবন ও উপকূলীয় এলাকায় অপরাধ নির্মূলে পুলিশের মহাপরিদর্শক (আইজি) প্রদত্ত দ্রুতগতির জলযান খুলনা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) অত্যাধুনিক জলযান হস্তান্তরকালে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন।
তিনি বলেন, ‘করোনাকালে বাংলাদেশ পুলিশকে নতুনভাবে দেখেছে দেশবাসী। জীবনের পরোয়া না করে মানুষের পাশে থেকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করছেন পুলিশ সদস্যরা। এ কারণেই পুলিশ বাহিনীতে সর্বাধিক সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। ফলে আমরা অনেক সহকর্মীকে হারিয়েছি। তবুও মানবতার সেবায় পুলিশ সর্বদাই দ্বায়িত্বরত। ঠিক তেমনি কোনো অবস্থাতেই সুন্দরবন ও উপকূল এলাকায় দস্যুদের আর মাথাচাড়া দিতে দেওয়া হবে না। দস্যুমুক্ত সুন্দরবন তথা দেশ গড়াই পুলিশের দৃপ্ত শপথ।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহসহ অন্য কর্মকর্তারা।
সান নিউজ/ এআর