নিজস্ব প্রতিবেদক
বরিশাল: বরিশালে মোটরসাইকেল থামানোকে কেন্দ্র করে পুলিশ সদস্য ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক হট্টগোলের সৃষ্টি হয়েছে। পরে আওয়ামী লীগের সিনিয়র নেতা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে নগরীর নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহানগর ছাত্রলীগ নেতা রইজ আহম্মেদ মান্না তার অনুসারীদের নিয়ে মোটরসাইকেল যোগে নতুন বাজার চার রাস্তার মোড় অতিক্রমকালে সেখানে দায়িত্বরত পুলিশ সদস্য কামরুল মোটরসাইকেল থামানোর সিগন্যাল দেয়। তর্ক-বিতর্কের এক পর্যায়ে পুলিশ সদস্য কামরুল মান্নাকে উদ্দেশ্য করে কটূক্তি করতে থাকলে পরিস্থিতি আরও বেগতিক হয়। পুলিশ সদস্য কামরুলের সঙ্গে ছাত্রলীগ নেতা মান্নার ধাক্কাধাক্কি হয় বলেও প্রত্যক্ষদর্শীরা জানান। উত্তপ্ত পরিস্থিতির এক পর্যায়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের টিআই বিদ্যুৎ চন্দ্র দে এবং মহানগর আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নীরব হোসেন টুটুল ঘটনাস্থলে এলে পরিস্থিত শান্ত হয়।
জানা গেছে, বরিশালের এক নেতার বাসায় বসে বিকাল নাগাদ দুই পক্ষের মধ্যে মীমাংসা করা হয়।
রইজ আহম্মেদ মান্নার কাছে ঘটনাস্থলে বসে ঘটনার কারণ জানতে চাইলে তিনি বিষয়টি মীমাংসা হয়েছে বলে জানান। তবে পুলিশের পক্ষ থেকে এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সান নিউজ/ এআর