সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফায়ার সপ্তাহ উদযাপন

মাফুকুর রহমান জ্যাকি, ব্রাহ্মণবাড়িয়া: দুর্ঘটনা দূর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২ এর (মঙ্গলবার) শুভ উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ব্রাহ্মণবাড়িয়ার উপসহকারী পরিচালক নিউটন দাশ (বি এফ এম) এর সভাপতিত্বে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২ এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, সদর উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরুজুর রহমান ওলিও ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, দৈনিক ফ্রনটিয়ার সম্পাদক ও এ এম টিভি বাংলার চেয়ারম্যান আব্দুল মালেক, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরো অনেকে।

সকালে প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে গার্ড অব অনার প্রধান করা হয়।

পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে দেশের পতাকা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পতাকা উত্তোলন করা হয় এবং প্রধান অতিথিসহ অন্যান্যরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের নিয়ে বেলুল উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠান কিছুদিন আগে চট্রগ্রাম ই পি জেট সহ নানা সময়ে নানা দুর্যোগে ফায়ার সার্ভিসের সদস্যদের সাহসী ভূমিকা ও আত্মত্যাগের কথা স্মরণ করে বক্তারা বলেন, ফায়ার সার্ভিসের সদস্যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সব সময় মানুষের জন্য দেশের জন্য কাজ করে থাকে। কখনো কখনো তারা মানুষের জীবন বাঁচাতে নিজের জীবন বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করে না।

প্রধান অতিথি বলেন, ফায়ার সার্ভিসের ভিবিন্ন কার্যক্রমের পাশাপাশি আমাদের নিজের ও বাড়ি ঘর নির্মাণ করার ক্ষেত্রে নিয়ম কানুন মেনে বাড়ি- ঘর নির্মান করা উচিত এবং এ ব্যাপারে আরো গনসচেতনতা বৃদ্ধি করা উচিত।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিদের অগ্নি নির্বাপক যন্ত্র উপহার দেওয়া হয় উপহার সামগ্রী প্রদান করেন সিনিয়র ষ্টেশন অফিসার আব্দুস সামাদ, ষ্টেশন অফিসার সোহেল রানা, ইনসপেক্টর আশরাফুল, লিডার জুয়েল মিয়া (পি এফএম)। পরে প্রধান অতিথি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্স সপ্তাহ উপলক্ষে তাদের বিভিন্ন যন্ত্রাংশের সাথে ঘুরে ঘুরে পরিচিত হন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাইবান্ধার ধর্ষণ মামলার আসামি বগুড়ায় গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় গৃহবধু ধর্ষণ মামলার...

হিমাগারে বিএডিসির আলুবীজের জায়গা মিলে নাই; বিপাকে কৃষক

কিশোরগঞ্জের হোসেনপুরে বিএডিসির আলুবীজ হিমাগারে জায়...

বাঙালির উৎসব বাংলা নববর্ষ

পহেলা বৈশাখ- বাংলা নববর্ষ। বাঙালির প্রাণের উৎসব। এ...

চিপসে রং ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালতে লাখ টাকা জরিমানা

বিষাক্ত রাসায়নিক রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল চিপস তৈরির অভিযোগে স...

ঝড়ে ভালুকায় বিদ্যুৎ বিপর্যয়: ৮টি খুঁটি ভেঙে যান চলাচল অচল

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা-মল্লিকবাড়ী সড়ক এলাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা