বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে অগ্নিকান্ডে ১০টি পরিবারের ২০টি ঘর পুড়ে ভস্মিভুত হয়েছে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।
সোমবার দুপুরে সদর উপজেলার ১নং রুহিয়া ইউনিয়নের মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার দপুরে মধুপুর গ্রামের পরেশ চন্দ্রর রান্নাঘর হতে আগুনের সুত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা নিমিষে চারদিকে ছড়িয়ে পড়লে অগ্নিকান্ডে ১০টি পরিবারের ২০টি ঘর পুড়ে যায়। এতে ধান চাল কাপড় চোপড় বাসন কোসন সহ সর্বস্ব পুড়ে যায়।
এছাড়াও লেকু বর্মনের নগদ ২ লক্ষ টাকাসহ অনুমান ১৫ লক্ষাধিক টাকা মুল্যের সম্পদের ক্ষতি সাধিত হয়।
অগ্নিকান্ডে ওই গ্রামের শুধুরাম, অনন্ত, ফেকু, সমারু/গোপাল, রতন, তপন, পরেশ, আষারু বর্মনের পরিবার এখন খোলা আকাশের নীচে। ঠাকুরগাঁও দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রনে আগুন। রুহিয়া থানার ওসি সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সান নিউজ/এনকে