আমিরুল হক, স্টাফ রিপোর্টার: নীলফামারীর সৈয়দপুরে রেলের সরকারি কোয়ার্টার দখলের জন্য আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী সুমন সিং টুলুর বিরুদ্ধে। গত শনিবার রাত ৮টার দিকে শহরের ইসলামবাগ পাওয়ার হাউজ এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় আগুন নেভাতে গেলে প্রতিপক্ষের হামলায় পরিবারের চারজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।
আহতরা হলেন-শামসুল হক (৭০), সাহেদা বেগম (৫০), আহাত তানজিম (১৬) ও নুর নবী (১৫)।
শামসুল হক জানান, প্রতিবেশী রাম ব্রিজ ও তাঁর ছেলে সুমন সিং টুলু রেলের কোয়ার্টারসহ জমি দখলের হুমকি দিয়ে আসছিলেন। শনিবার সুমনের নেতুত্বে একদল সন্ত্রাসী তাঁর কোয়ার্টার দখলের জন্য আগুন লাগিয়ে দখলের চেষ্টা চালান।
বাধা দিলে তাঁর ও পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে আহত করে তারা। এ সময় আমাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে সুমনের লোকজন হামলা করে পালিয়ে যায়।
অভিযুক্ত সুমন সিং টুলু বলেন, মারধরের ঘটনা সঠিক নয়। পূজো করার সময় দিয়া বাতি থেকে আগুন লেগে আমার ও প্রতিবেশীর একটি বাড়ির কিছু অংশ পুড়ে গেছে মাত্র।
সান নিউজ/এনকে