গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নুরে আলম (২৩) ও রনি মিয়া (২৫) নামে ২ যুবক নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হন আবুল হোসেন নামে এক পথচারী।
আরও পড়ুন : প্রবাসীর বিরুদ্ধে ঘর পোড়ানোর অভিযোগ
গত বুধবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে সাঘাটা উপজেলার কচুয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরে আলম সাঘাটা উপজেলার কচুয়া হাটগ্রামের আব্দুর রহিমের ছেলে ও রনি মিয়া ছোট যোগীপাড়া গ্রামের আব্দুস ছালাম বাবুর ছেলে। তারা ২ জনেই প্রাণ আরএফএল গ্রুপের ডিলারশিপের ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, রাত ১১টার দিকে ব্যবসায়ীক কাজ শেষে মোটরসাইকেলে কচুয়া বাজার থেকে ভরতখালি যাচ্ছিলেন নূরে আলম ও রনি মিয়া। এ সময় কচুয়া বাজারের সিএনজি স্ট্যান্ডের কাছাকাছি পায়ে হেঁটে আবুল হোসেন নামের এক পথচারী রাস্তা পার হচ্ছিলেন।
আরও পড়ুন : আবাসিক এলাকায় করাতকল, অতিষ্ট এলাকাবাসি
এ সময় মোটরসাইকেল চালক ওই পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে রাস্তার পাশে পড়ে নূরে আলম ঘটনাস্থলেই মারা যায় ও রনি মিয়াকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ ঘটনায় গুরুতর আহত পথচারী আবুল হোসেনকে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেথানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আরও পড়ুন : স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রজব আলী বলেন, এলাকাবাসী আবুল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
সান নিউজ/এইচএন