নিজস্ব প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া: খাবারের টোকেন সংগ্রহকে কেন্দ্র করে মারামারির সময় এক ভিক্ষুকের ছুরিকাঘাতে আহত হয়েছেন অন্য ভিক্ষুক।
সোমবার (২৭ জুলাই) দুপুর ৩টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মুক্তমঞ্চের সামনের রাস্তার পাশে এ সংঘর্ষ ঘটে।
গুরুতর আহত তৌফিক (৩৫) ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সরকার পাড়া মহল্লার ফুল মিয়ার ছেলে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে৷
অভিযুক্ত ভিক্ষুক সুমন (৪৫) চাঁদপুর সদর উপজেলার আদালতপাড়ার নজরুল ইসলামের ছেলে। তাকে পুলিশ আটক করেছে।
পথচারী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে একসঙ্গে থাকা দুই ভিক্ষুক খাবারের টোকেন ও টাকা ভাগাভাগি নিয়ে বাগবিতণ্ডা জড়িয়ে পড়ে। একপর্যায়ে সুমন তৌফিকের বুকে ছুরি দিয়ে আঘাত করেন। ধ্বস্তাধস্তির এক পর্যায়ে দুজনই মাটিতে লুটিয়ে পড়েন৷ তারপর রক্তাক্ত অবস্থায় দুই ভিক্ষুককে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে পুলিশ।
জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. নাজমুল হক রনি বলেন, তৌফিকের বুকে ছুরিকাঘাতের কারণে তার ফুসফুসের অনেক ক্ষতি হয়েছে। আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘মারামারির ঘটনা নিশ্চিত হয়েছি। গুরুতর আহত ভিক্ষুকের চিকিৎসা চলছে। অভিযুক্ত ভিক্ষুক সুমনকে আটক করা হয়েছে। তবে কি বিষয় নিয়ে দুই ভিক্ষুক মারামারিতে জড়িয়েছেন তা এখনো জানা যায়নি।’
সান নিউজ/ এআর