নিজস্ব প্রতিনিধি:
ভোলা: দৌলতখানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) অভিযানে ২৭ ব্যারেল (পাঁচ হাজার ৪০০ লিটার) চোরাই তেল জব্দ করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় দৌলতখান পৌরসভার ১নম্বর ওয়ার্ডের স্লুইজগেট এলাকায় ভোলা জেলা এনএসআই’র উপ-পরিচালক মো. শামীমুর রহমান ও ফিল্ড অফিসার রাসেদুল ইসলামের নেতৃত্বে ঘন্টাব্যাপী অভিযানে এসব চোরাই তেলের ব্যারেল জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিতেন্দ্র কুমার নাথ এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান এ সময় উপস্থিত ছিলেন।
অভিযানে সাহাবুদ্দিনের তেলের গোডাউন থেকে ১০ ব্যারেল, হাকিমের তেলের গোডাউন থেকে ১৫ ব্যারেল এবং মিলনের গোডাউন থেকে ২ ব্যারেল ব্লাকের চোরাই তেল জব্দ করা হয়। অন্যদিকে দৌলতখান মাছঘাট সংলগ্ন সালাউদ্দিনের তেলের গোডাউনে বিস্ফোরক লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা এবং তেল ব্যবসায়ী সাহাবুদ্দিনকে আটক করেন। বর্তমানে এসব চোরাই তেল দৌলতখান থানা হেফাজতে রয়েছে।
ভোলা জেলা এনএসআই’র উপ-পরিচালক মো. শামীমুর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়। অভিযান অব্যাহত থাকবে।
সান নিউজ/ এআর