নিজস্ব প্রতিবেদক:
বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অভিযানে তিনজন চোরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া চারটি মোবাইল ও বাইসাইকেল জব্দ করা হয়।
সোমবার (২৭ জুলাই) মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. খাইরুল আলম জানান, গ্রেপ্তারকৃতরা হলেন, আনিস, সোহান ও মোয়াজ্জেম হোসেন।
৫ জুলাই রাতে পশ্চিম কাউনিয়ার বাসিন্দা জাকির হোসেনের বাসা থেকে তিনটি মোবাইল চুরি হয়। তিনি কাউনিয়া থানায় মামলা করেন। চুরি যাওয়া মোবাইল তিনটিসহ রোববার (২৬ জুলাই) কাউনিয়া এলাকা থেকে মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করা হয়। ওদিকে থানা পুলিশ শনিবার (২৫ জুলাই) রাতে পলাশপুর ২নং গুচ্ছগ্রামে অভিযান চালিয়ে আনিসকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে তিনটি চোরাই বাইসাইকেল জব্দ করা হয়। আনিসের দেওয়া তথ্যানুসারে পলাশপুর মাঠবাড়ি থেকে সোহানকে গ্রেপ্তার করে। সোহানের কাছ থেকে একটি বাইসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা বরিশালের বিভিন্ন এলাকা থেকে বাইসাইকেল ও মোবাইর চুরি করে বিভিন্ন স্থানে বিক্রি করতেন। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সান নিউজ/ এআর