নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুর: দ্বিতীয় দফা বন্যায় বেড়েই চলছে ফরিদপুরের পদ্মার পানি। সোমবার (২৭ জুলাই) সকালে পদ্মা নদীর পানি গোয়ালন্দ পয়েন্টে বিপৎসীমার ১১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা চলতি বছরের সর্বোচ্চ ।
পানির চাপ বেড়ে যাওয়ায় ঝুঁকির মুখে রয়েছে ফরিদপুর শহররক্ষা বেড়িবাঁধ। সেখান আশ্রয় নেওয়া বন্যার্তদের সরকারি আশ্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার সাত উপজেলায় এখন পর্যন্ত ৫৫০টি গ্রামে বন্যার পানি প্রবেশ করেছে। পানিবন্দি হয়ে রয়েছেন দুই লক্ষাধিক মানুষ। সরকারি ও স্থানীয় পর্যায়ে দেওয়া হচ্ছে খাদ্য সহায়তা। জেলা পুলিশের উদ্যোগে নিজেদের বেতনের টাকা থেকে বানভাসিদের সহায়তায় এগিয়ে এসেছেন পুলিশ সদস্যরা। পুলিশ সুপারের ব্যবস্থাপনায় বিভিন্ন দুর্গম এলাকায় তারা পৌঁছে দিচ্ছেন খাদ্য সামগ্রী ।
সান নিউজ/ এআর