নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুর: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ফরিদপুরের হলরুমে দুই দিনব্যাপী ‘রাইস গ্রেইন ভেল্যু চেইন অ্যাক্টরস’ কর্মশালা শুরু হয়েছে।
হারভেস্ট প্লাস বাংলাদেশের সহায়তায় সিবিসি প্রকল্পের অধীনে আমরা কাজ করি (একেকে) এ কর্মশালার আয়োজন করেছে।
সোমবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক মো. হজরত আলী । একেকে’র নির্বাহী পরিচালক এম এ জলিলের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন হারভেস্ট প্লাস বাংলাদেশের এআরডিও মো. জাহিদ হোসাইন। একেকে’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর এম এ কুদ্দুস মিয়ার পরিচালনায় কর্মশালায় মোট ৭০ জন ধান ব্যবসায়ী, চাতাল ও মিলমালিক, বীজ-সার বিক্রেতা এবং কৃষক অংশ নিচ্ছেন।
সান নিউজ/ এআর