সান নিউজ ডেস্ক: কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকার সলিমুল্লাহর (৫০) বিরুদ্ধে ২২ বছর আগে অস্ত্র পাচারের অভিযোগে মামলা হয়। এরপর থেকে গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হলো না। র্যাব-১৫ এর একটি দল তাকে গ্রেফতার করেছেন।
আরও পড়ুন: পাবনায় ছাত্রদল নেতাসহ নিহত ২
শনিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এসব তথ্য জানিয়েছেন কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী। এর আগে শুক্রবার (৪ নভেম্বর) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা এলাকা থেকে গ্রেফতার করে র্যাব-১৫ এর একটি দল।
গ্রেফতার সলিমুল্লাহ কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকার আব্দুল মজিদের ছেলে।
আরও পড়ুন: খুনিদের যুদ্ধে পাঠাচ্ছেন পুতিন!
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী জানান, ১৯৯৯ সালে অস্ত্র পাচারের অভিযোগে সলিমুল্লাহর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয় কক্সবাজার সদর থানায়। সেই মামলায় গ্রেফতার এড়াতে গেল ২২ বছর ভিন্ন ভিন্ন পরিচয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেন তিনি। শুক্রবার মধ্যরাতে তাকে পিএমখালীর ছনখোলা এলাকা থেকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এসব তথ্য জানিয়েছে।
তিনি আরও বলেন, অস্ত্র পাচার ও মামলার সঙ্গে তিনি সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনি ব্যবস্থা শেষে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।
সান নিউজ/কেএমএল