নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের কালুরঘাটে মেরিডিয়ান চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার স্টেশনের কর্মকর্তারা বলছেন, আগুন নিয়ন্ত্রণে এলেও সকাল ১০টা পর্যন্ত পুরোপুরি নির্বাপণ করা যায়নি।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী গণমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ড নির্বাপণে বায়েজিদ, চন্দনপুরা, কালুরঘাট এবং আগ্রাবাদ স্টেশনের ১০টি গাড়ি কাজ করছে।
তিনি বলেন, ‘ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তবে এখনো পুরোপুরি নির্বাপণ কাজ শেষ হয়নি। আমরা কাজ করছি।’
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার স্টেশনের এই কর্মকর্তা।
সান নিউজ/ আরএইচ