এহসানুল হক, ঈশ্বরগঞ্জ( ময়মনসিংহ) প্রতিনিধি :‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
আরও পড়ুন : ভালুকায় জাতীয় যুব দিবস পালিত
মঙ্গলবার (১ নভেম্বর) দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল দশটার টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালী বের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন।
আরও পড়ুন : পটুয়াখালীতে যুব দিবস পালিত
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু হানিফ,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এএসএম সানোয়ার রাসেল,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সাংবাদিক বৃন্দ। আলোচনা সভা শেষে যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
সান নিউজ/এইচএন