কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রাম জেলা পুলিশ ও বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের যৌথ উদ্যোগে কুড়িগ্রাম জেলায় কর্মরত নারী পুলিশ সদস্যদের জন্য মোটিভেশনাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন : স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, ছাত্রদল নেতা গ্রেফতার
সোমবার (৩১ অক্টোবর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সন্ধ্যা ৭টায় পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম'র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় কুড়িগ্রামের কৃতী সন্তান বাংলাদেশের প্রথম নারী ফুটবলার ও নারী ফুটবল কোচ রেহানা পারভীন উপস্থিত থেকে কথা বলেন বাল্যবিবাহ, মাদক, নিরাপদ ইন্টারনেট ব্যবহার, প্রেমের কারনে অপহরন সহ সমসাময়িক নানাবিধ বিষয় নিয়ে।
নারী পুলিশ সদস্যরা আইনের আলোকে অধিকতর শক্তিশালী হয়ে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। তারা নৈবর্ক্তিক ও নিরাপদ কর্ম পরিবেশ নিয়ে কথা বলেন। কথা বলেন, সরকারের অভীষ্ট লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে পুলিশিং কার্যক্রমে আরও কিভাবে অধিকসংখ্যক নারীকে অন্তর্ভুক্ত করা যায় সে বিষয়েও।
আরও পড়ুন : পঞ্চগড়ে শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা
বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক কুড়িগ্রাম সকলের মাঝে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে স্কুল কলেজ পর্যায়ে মেয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামুলক আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও বিতর্ক কর্মশালার আয়োজন করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন, সহকারী পুলিশ সুপার ভূরুঙ্গামারী সার্কেল মোঃ মোর্শেদুল হাসান পিপিএম সহ ডিসবি'র অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন : পাগল খুঁজে বেড়ান আ’লীগ নেতা আজাদুল
উক্ত মতবিনিময় সভায় কুড়িগ্রাম জেলা পুলিশের সদর পর্যায়ে কর্মরত প্রায় ৪০ নারী সদস্য উপস্থিত ছিলেন। সমন্বিত ও অন্তর্ভুক্তিমুলক উন্নয়নমুখী পুলিশিং এর মাধ্যমে সর্বদাই কুড়িগ্রামের সম্মানিত নাগরিকদের পাশে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।
সান নিউজ/এইচএন