নিজস্ব প্রতিবেদক:
যশোর: যশোরের বিভিন্ন উপজেলা ও পৌরসভায় যুবদলের এক যুগেরও বেশি সময়ের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় যুবদলের নির্দেশে এজন্য পদপ্রত্যাশীদের মাঝে শনিবার (২৫ জুলাই) ও রোববার (২৬ জুলাই) ফরম বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) পদপ্রত্যাশী নেতারা ফরম জমা দেবেন।
তবে করোনা দুর্যোগের মধ্যে এই কমিটি গঠনের উদ্যোগ নেওয়ায় ঝুঁকিতে পড়েছে যুবদল নেতাকর্মীদের স্বাস্থ্য। রোববার ফরম বিতরণের শেষদিন সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে দেখা গেছে, শত শত নেতকর্মী বিভিন্ন উপজেলা থেকে ফরম সংগ্রহ করতে এসেছেন। তাদের অনেকের মুখে মাস্ক নেই, কারো হাতে নেই গ্লাবসও।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা বলেন, ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সময় বেশি দেওয়া হলে এমন ঝুঁকির মধ্যে তাদের পড়তে হতো না।
যুবদল সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৩ সালে যশোরের আট উপজেলা ও পৌর যুবদলের কমিটি গঠন করা হয়। তিন বছর মেয়াদী এসব কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে ২০০৫ সালে। সেই হিসেবে প্রায় ১৪ বছর ধরে আট উপজেলা ও পৌর যুবদলের কমিটি মেয়াদোত্তীর্ণ। সংগত কারণেই যুবদলের কার্যক্রম ঝিমিয়ে পড়ে। তবে এরই মধ্যে বাঘারপাড়া উপজেলা ও পৌর শাখা এবং অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। তবে নতুন কমিটি নিয়ে বিতর্ক থাকায় সেখানেও যুবদলের কার্যক্রমে গতি আসেনি। এমন পরিস্থিতিতে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ বলেন, জেলার বিভিন্ন উপজেলা ও পৌর যুবদলের কমিটি গঠন করা হবে। এজন্য কেন্দ্রীয় নেতাদের নির্দেশে দলীয় কার্যালয় থেকে প্রতিটি ইউনিটের আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম-আহ্বায়ক পদের জন্য ফরম বিতরণ করা হয়েছে। এসব ফরম সংগ্রহ করে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে। নতুন কমিটি গঠন প্রক্রিয়া শুরু হওয়ায় নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। নতুন কমিটির মাধ্যমে সরকারবিরোধী আন্দোলন বেগবান হবে।
এম তমাল আহমেদ বলেন, ‘আমরা পদপ্রত্যাশী নেতাদের স্বাস্থ্যবিধি মেনেই ফরম সংগ্রহ করতে নির্দেশ দিয়েছি। করোনার বিষয়টি মাথায় রেখেই সীমিত পরিসরে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি।’
সান নিউজ/ এআর