আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা : পাগল নামটা শুনলেই কেমন যেন একটা ভয় কাজ করে। আমরা পাগলকে সবাই ভয় পাই, কারন পাগল যা খুশি তাই করতে পারে । সেজন্যই পাগল একটা ভীতিকারক শব্দ। বিভিন্ন কারণেই পাগল আমরা পছন্দ করি না।
আরও পড়ুন : বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার
তবে গাইবান্ধার পলাশবাড়ীতে দেখা মিলল ব্যতিক্রম একজন পাগল প্রেমীর। যিনি দিন শেষে প্রতিনিয়ত বের হন পাগলের খোঁজে।
প্রায় প্রতিনিয়ত দেখা যায় হাতে ঝোলানো খাবারের ব্যাগ, আর শীত নিবারনের গরম বস্ত্র নিয়ে পাগলের মতো উঁকি দিয়ে শহরের বিভিন্ন পয়েন্টে পাগল খুঁজে বেড়ায় পৌর শহরের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগ নেতা আজাদুল।
আরও পড়ুন : গুলি করে কৃষক হত্যা, ২১ জনের যাবজ্জীবন
এসময় তিনজন পাগলের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তারা কথা বলেননি। তবে পলাশবাড়ী পৌর শহরের সর্বজন পরিচিত ইসমাইল পাগলা এক প্রশ্নের জবাবে বলেন খাওয়ার চিন্তা নাই, সারাজীবন আজাদুল খাওয়াবে। আমি বসে বসে খাবো।
পাগল-প্রেমী আজাদুল বলেন প্রতিদিন এদেরকে খুঁজে বের করতে হয়। এদের মধ্যে দু-এক জনকে নির্ধারিত স্থানেই পাওয়া যায়। যে কটা পাগল পাই তাদের খাবার দিয়ে বাসায় ফিরি। এদেরকে না খাইয়ে নিজে খাইতে পারিনা।
আরও পড়ুন : বাসের ধাক্কায় প্রাণ গেল ৪ জনের
প্রসঙ্গত, আজাদুল ইসলাম সরকার পলাশবাড়ী উপজেলা রোডস্থ ৪নং ওয়ার্ড পৌর শহরের স্থায়ী বাসিন্দা। তিনি বাংলাদেশ আওয়ামীলীগ পলাশবাড়ী উপজেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার বর্তমান সাধারণ সম্পাদক, সাবেক কলেজ ছাত্র সংসদ জিএস এবং আজাদ পরিবহনের স্বত্ত্বাধিকারী।
সান নিউজ/এইচএন