কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় ঘোষপুর ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় অবস্থিত কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: সালাম মুর্শেদীর বিরুদ্ধে রিট
শুরুতে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল সিকদার উদ্বোধনী বক্তব্য দেন। অনুষ্ঠানে ঘোষপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল।
স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মুনজুর রহমান তুষারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এস এম বাকের ইদ্রিস, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক এস এম ফারুক হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা জামান সিদ্দিকী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এস এম মহাব্বত আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক খোন্দকার ওমর হাফিজ মুক্তি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মীর্জা তারিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা রাহাদুল আকতার তপন প্রমুখ।
আরও পড়ুন: বাংলাদেশের নাটকীয় জয়
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক চৌধুরী রায়হান রকিসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সম্মেলনকে কেন্দ্র করে ওই ইউনিয়নে সভাপতি পদে প্রার্থী ছিলেন ছয় জন। তারা হলেন শেখ আশরাফুজ্জামান, মো. কামরুল মোল্যা, মো. ওমর ফারুক, শহিদুর রহমান, সেলিম রেজা ও মো. মতিয়ার রহমান এবং সাধারণ সম্পাদক পদে মো. আছাদ ফকির, মো. ইমদাদুল মিয়া ও মো. প্রিন্স মোল্যা।
সান নিউজ/কেএমএল