নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুর: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট যৌনপল্লীর যৌনকর্মী ও শিশুরা মানসিক দুশ্চিন্তা ও চরম অনিরাপত্তায় জীবনযাপন করছেন। করোনাকালে রাতারাতি পেশায় ভাটা পড়ে যৌনকর্মীদের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। মারাত্মক আর্থিক সংকটে নিয়মিত বাড়িভাড়া দেওয়া সম্ভব হচ্ছে না। প্রয়োজনীয় খাদ্যসামগ্রীও কিনতে পারছেন না তারা।
এ পরিস্থিতি বিবেচনায় কোরবানির ঈদকে সামনে রেখে এডুকো বাংলাদেশের আর্থিক সহযোগিতায় শনিবার (২৫ জুলাই) বিকেলে দৌলতদিয়া ঘাট যৌনপল্লীর এক হাজার যৌনকর্মী ও ২০০ শিশুর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে শাপলা মহিলা সংস্থা (এসএমএস)। প্রত্যেক যৌনকর্মীকে পাঁচ কেজি চাউল, পাঁচ কেজি আলু, দুই কেজি ডাউল, এক কেজি লবণ, এক কেজি ডিটারজেন্ট পাউডার, এক কেজি তেল, এক পিস বড় লাইফবয় সাবান ও এক পিস মাস্ক এবং প্রত্যেক শিশুকে এক কেজি চিনি, এক কেজি সুজি, ২৫০ গ্রাম গুড়াদুধ ও বড় দুই প্যাকেট লেক্সাস বিস্কুট তুলে দেওয়া হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে শাপলা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক চঞ্চলা মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা প্রকৌশলী মো. বজলুর রহমান খান, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মণ্ডল, শাপলা মহিলা সংস্থার প্রকল্প পরিচালক শ্যামল প্রকাশ অধিকারী, এডুকো বাংলাদেশের প্রজেক্ট অফিসার মো. আনোয়ার হোসেন, অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম।
নাম প্রকাশ না করার শর্তে একজন যৌনকর্মী বলেন, ‘এডুকো বাংলাদেশ ও শাপলা মহিলা সংস্থার (এসএমএস) কাছ থেকে খাদ্যসামগ্রী পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও সন্তষ্ট ।
সান নিউজ/ এআর