মোঃ মনির হোসেন, স্টাফ রিপোর্টার: জামালপুরের ইসলামপুরে আইন-শৃঙ্খলা সভায় ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম,জামাল আব্দুন নাসের বাবুল সাংবাদিকদের নিয়ে বাজে মন্তব্য করায় ইসলামপুর প্রেসক্লাবে তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ সভা করেছে সাংবাদিকরা।
বুধবার (২৬ অক্টোবর) ইসলামপুরে আইন শৃঙ্খলা সভায় ইসলামপুর প্রেসক্লাবে সাধারণত সম্পাদক শহরের বাইপাস সড়কে পাথরঘাটায় অবৈধ ভাবে নদী ভরাট করা নিয়ে বক্তব্য রাখেন।
বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার আমলে নিলেও এসময় সভায় উপস্থিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম জামাল আব্দুন নাসের বাবুল কাউন্টার বক্তব্যে বলেন, সাংবাদিকদের দিলেই ভালা, না দিলেই খারাপ বলে মন্তব্য করেন।
এ ঘটনায় প্রতিবাদ স্বরুপ ক্লাবের সাধারণ সম্পাদক মিটিং ত্যাগ করেন। পরে এ ঘটনার প্রতিবাদে ইসলামপুর প্রেসক্লাবের হল রুমে প্রতিবাদ সভায় উপস্থিত সকল সাংবাদিকরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এতে বক্তব্য রাখেন, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান,সাধারণ সম্পাদক হাফিজ লিটন,সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী , সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল ইসলাম বাবুল, ইসলামপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কোরবান আলী, সহ- সভাপতি রহিমা সুলতানা মুকুল, সহ- সাধারণ সম্পাদক ইয়ামিন মিয়া, সাংবাদিক আব্দুস সামাদ, লিয়াকত হোসেন লায়ন, রোকনুজ্জামান সবুজ, দোলন বিশ্বাসসহ আরও অনেকেই বক্তব্য রাখেন।
সান নিউজ/এনকে