মনির হোসেন, ত্রিশাল (ময়মনসিংহ): জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ময়মনসিংহ এর সহকারী পরিচালক নিশাত মেহের কর্তৃক ত্রিশালের বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: ইউএনও’র যৌন হয়রানি, শাস্তি তিরস্কার!
সোমবার (২৪ অক্টোবর) দুপুরের দিকে ত্রিশাল পৌর এলাকার বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা কালে অত্যন্ত নোংরা পরিবেশে খাবার তৈরি করার অপরাধে সবুজ ছায়া রেস্টুরেন্টকে ১৫,০০০টাকা ও ফ্রিজে কাচা ও রান্না করা খাবার একসাথে সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ ব্রেড দিয়ে খাদ্য তৈরির অপরাধে আর এফসি রেস্টুরেন্টকে ৮০০০টাকা জরিমানা করেন।
এছাড়াও একটি ফার্মেসি ও ২ টি কনফেকশনারি স্টোরে তদারকি করা হয়েছে, কোনো সমস্যা পাওয়া যায়নি। বৈরি আবহাওয়ার জন্য অভিযান সংক্ষিপ্ত করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সান নিউজ/কেএমএল