কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে চুরি করতে গিয়ে চাঁন মিয়া(৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, উলিপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের পূর্ব শিববাড়ী (পাখিমারটারী) গ্রামে।
আরও পড়ুন : উপজেলা পদ্ধতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই
জানা গেছে, শনিবার রাতে গভীর রাতে পূর্ব শিববাড়ী গ্রামের মৃত ইব্রাহিম আলীর পুত্র চাঁন মিয়া ওই গ্রামের পাশ্র্ববর্তী বাড়িতে চুরি করতে গিয়ে হাঁস ও গোয়াল ঘর থেকে গরু বের করতে যায়। এ সময় গৃহকর্তা টের পেয়ে চোর চোর বলে চিৎকার করতে থাকেন।
এলাকাবাসী ও গৃহকর্তার ডাক চিৎকারে এগিয়ে এসে চোরদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে চুরির সাথে সম্পৃক্তরা তিনজন পালানোর সুযোগ পেলেও চাঁন মিয়া পা পিছলে ধানক্ষেতে পরে যায়।
আরও পড়ুন : উচ্ছেদের পর তৈরি হল ফুল বাগান
পরে এলাকাবাসী খোঁজাখুঁজি করে তাকে ধানক্ষেত থেকে উদ্ধার করে এবং গৃহকর্তার বাড়ি সংলগ্ন কাঁচা রাস্তার পাশে রেখে ৯৯৯ এ কল করে থানা পুলিশ কে অবগত করেন।
থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার ২
উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।
সান নিউজ/এইচএন