হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
সারাদেশ

হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শওকত জামান, জামালপুর প্রতিনিধি : জামালপুরের হাজরাবাড়ী পৌরসভা নির্বাচনে স্বতন্দ্র মেয়র প্রার্থীর পথসভায় আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর কর্মী সমর্থকরা হামলা করেছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে স্বতন্ত্র প্রার্থী মঞ্জুরুল ইসলাম।

আরও পড়ুন: রাজনীতিতে অযোগ্য ইমরান খান

শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে স্বতন্ত্র মেয়র প্রার্থী মো.মঞ্জুরুল ইসলামের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী মো.মঞ্জুরুল ইসলাম অভিযোগ করে বলেন, গত বৃহস্পতিবার রাতে তিনি তার সমর্থকদের সাথে নিয়ে হাজরাবাড়ী পৌরভার ৫নং ওয়ার্ড দিলালের পাড়া এলাকায় নির্বাচনী পথসভায় অংশ গ্রহণ করেন। এ সময় তার প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সামছুজ্জামান সুরুজের সমর্থক মমিনুল ইসলাম বাবু, আনিসুর রহমান হেলন, ওয়াজেদ ও তোতার নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের উপর সভায় হামলা চালায়। ওই হামলায় সতন্ত্র প্রার্থীর সমর্থক আশানুর, মঞ্জুরুল, আনিছ,আনন্দ, হোসনসহ কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়। সন্ত্রাসীদের হামলায় তার নির্বাচনী প্রচারনায় ব্যবহৃত অটোরিকসা ও মাইক ভাংচুর করার অভিযোগ করেন তিনি।

তিনি আরো বলেন, সন্ত্রাসীদের ভয়ে হামলায় আহত তার নেতাকর্মী সমর্থকদের হাসপাতালে নিয়ে যেতে পারছেন না তিনি।

আরও পড়ুন: মানুষের কষ্ট হচ্ছে

এ বিষয়ে হাজরাবাড়ী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম বাবু এর কাছে হামলা সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে তিনি তা’ অস্বিকার করে বলেন, হামলা হয়েছে’ কি না তা’আমি জানি না। তিনি আরো বলেন, ওই সময় আমি আওয়ামীলীগ অফিসে কাজে ব্যাস্ত ছিলাম।

প্রসঙ্গত, আসন্ন হাজরাবাড়ী পৌরসভা নির্বাচন আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। মেয়র পদে নৌকা প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ মোট ৪ জন প্রার্থী অংশ গ্রহণ করেন। মহিলা সংরক্ষিত কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী। সাধারন কাউন্সিলর পদে রয়েছেন ৪২ জন প্রার্থী। তারমধ্যে স্বতন্ত্র প্রার্থী মো.মঞ্জুরুল ইসলাম ‘জগ’ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন।

আরও পড়ুন: বেড়েছে মোটা চালের দাম

স্বতন্ত্র প্রার্থী মো.মঞ্জুরুল ইসলামের দাবী, পৌর নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরীর জন্য মাননীয় প্রধান মন্ত্রী, প্রধান নির্বাচন কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রির্টানীং অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা