আমিরুল হক নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে মোবাইলে জুয়া খেলার আসরের ছবি তোলায় জামাল উদ্দিন নামের এক পুলিশ সদস্যকে লাঞ্ছিত করেছে সংঘবদ্ধ জুয়াড়িরা। এ সময় তারা ওই পুলিশ সদস্যের মোবাইল ফোন কেড়ে নেন।
আরও পড়ুন:
বুধবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে রেলওয়ে মাঠে এ ঘটনা ঘটে। লাঞ্ছিতের শিকার পুলিশ সদস্য সৈয়দপুর গোলাহাট পুলিশ ফাড়ির উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত। প্রায় তিন বছর ধরে তিনি এ ফাড়িতে কর্মরত আছেন।
থানা সূত্রে জানা গেছে, রেলওয়ে মাঠে (জিন্না ময়দান) দীর্ঘদিন ধরে লডু ও তাসের জুয়া খেলার আসর বসে। ওইদিন এসআই জামাল উদ্দিন একাই ওই জুয়া খেলার আসরে যান। সেখানে তিনি মোবাইলে জুয়া খেলার আসরের ছবি তোলেন। এ সময় সংঘবদ্ধ জুয়াড়িরা ক্ষুব্ধ হয়ে জামাল উদ্দিনকে লাঞ্ছিত ও তাঁর মোবাইল ফোন কেড়ে নেন। পরে স্থানীয় ও কার, মাইক্রো-পিকআপ মালিক সমিতির সভাপতি মোনায়েম হোসেনের সহযোগিতায় ওই পুলিশ সদস্যকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জামাল উদ্দিন বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।
আরও পড়ুন:
ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সান নিউজ/কেএমএল