কাপ্তাই, রাঙামাটি : কাপ্তাই উপজেলার কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের বাংলা কলোনীতে পিডিবির সরকারী বাসা ১৫ নং বিল্ডিংয়ের ১ নং বাসার বাসিন্দা নিয়াজ মোর্শেদ (৩৬) পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
আরও পড়ুন : সাজেকে সড়ক দুর্ঘটনায় ১ পর্যটক নিহত
বুধবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে এই ঘটনা ঘটে বলে জানান কাপ্তাই পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহীনুর রহমান।
নিয়াজ মোর্শেদ কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পুর সংরক্ষণ বিভাগ অফিসের অধীন ডাইভারশন চ্যানেলে সাহায্যকারী পদে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ী চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার মহানগর এলাকায়।
স্থানীয় ইউপি সদস্য দুলাল মল্লিক জানান, নিয়াজ মোর্শেদ স্ত্রীর সাথে ঝগড়া করে সিলিং ফ্যানের সাথে গলায় রশি বেধে আত্মহত্যা করেন।
আরও পড়ুন : তিন জেলা নিয়ে ফুটবল একাডেমী গড়ার আহ্বান
কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি জানান, সকাল ১০ টার দিকে ঐ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আনা হলেও আগেই তাঁর মৃত্যু ঘটে। নিহতের গলায় দাগ রয়েছে বলে এই স্বাস্থ্য কর্মকর্তা জানান।
আরও পড়ুন : গ্রাম পুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণের দাবি
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
সান নিউজ/এইচএন