শফিক স্বপন, মাদারীপুর: ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রানবন্ত নির্ভীক’ এই শ্লোগানকে বুকে লালন করে মাদারীপুরের বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালন করা হয়েছে।
আরও পড়ুন: রাসেল মাকেই আব্বা বলে ডাকতো
এদিকে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে একটি আনন্দ র্যালী বের করে জেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষীন করেন।
মাদারীপুরের জেলা প্রশাসক ড রহিমা খাতুন, মাদারীপুর পৌরসভার মেযর মোঃ খালিদ হোসেন ইয়াদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শেখ রাসেলের কবরে পুষ্পস্তবক অর্পণ
এদিকে জেলার কালকিনিতে আনন্দ শোভা যাত্রা শেষ করে জেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি থানর ওসি মোঃ শামীম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুুবর রহমান, প্রধান শিক্ষক বি.এম হেমায়েত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, শিক্ষা কর্মকর্তা মো. বদিউজ্জামান, সমাজসেবা কর্মকর্তা বি.এম আসাদুজ্জামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার, মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুন ও উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সভাপতি সাংবাদিক মোঃ জাফরুল হাসান প্রমুখ।
সান নিউজ/এমআর