আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি: কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: সর্বোচ্চ ৮৫৭ হাসপাতালে ভর্তি
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে জেলার ৭টি ভোট কেন্দ্রে ১৪টি বুথে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। জেলায় চেয়ারম্যান প্রার্থী ৩ জন, সাধারণ সদস্য ২২ জন ও সংরক্ষিত আসনের মহিলা ৯ জন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বীতা করেন।
জেলায় মোট ভোটার সংখ্যা ১ হাজার ১’শ ২৪টি। তার মধ্যে পুরুষ ৮৫৬ ও নারী ভোটার ২৬৭। এর মধ্যে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক নারিকেল গাছ প্রতীকে ৫৯৬ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা ঘোড়া প্রতীকে ৪৭০ ভোট পেয়েছেন।
অপরদিকে ৪নং পলাশবাড়ী ওয়ার্ডে সাধারণ সদস্য প্রার্থী মনিরুজ্জামান ফুল মিয়া (হাতী) ও তহিদুল আমিন মন্ডল সুমন (টিউবওয়েল) মার্কা নিয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে দুইজনই ৫৬টি করে ভোট পেয়ে ড্র হয়। পরে গাইবান্ধা জেলা প্রশাসক কক্ষে লটারীর মাধ্যমে মনিরুজ্জামান ফুল মিয়া (হাতী) প্রতীক সাধারণ সদস্য নির্বাচিত হয়।
সান নিউজ/এনকে