এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ঝালকাঠিতে জেলা পরিষদ নির্বাচনে ২টি সাধরণ সদস্য ও একটি সংরক্ষিত নারী সদস্য পদে ভোট গ্রহণ সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে। ৩টি সদস্য পদে নির্বাচনে ১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও জেলা আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে এ নির্বাচনে নির্বাচিত প্রার্থীদের পক্ষে তার সমর্থকরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থক ও ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন।
আরও পড়ুন: ক্ষমতাসীনদের বিপর্যয়, ইমরানের বিজয়
এ অভিযোগে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগও দিয়েছিলেন। নির্বাচনের শেষ কয়েক দিনে মাঠে উত্তাপ থাকায় বিশৃখংলার আশংকা থাকলেও প্রশাসনের কঠোর পদক্ষেপে শেষ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে সব প্রার্থীই নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মতামত প্রকাশ করেছেন।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ভোট দুপুর ২টায় শেষ হয়েছে। রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় ও কাঁঠালিয়া উপজেলা মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সিসি ক্যামেরা আওতাভূক্ত এ ভোট কেন্দ্রে ইভিএমএ ভোট গ্রহণের জন্য রিটার্নিং অফিসার জেলা প্রশাসক এবং জেলা নির্বাচন অফিসার প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচন অবাদ ও সুষ্ঠু করার লক্ষে ম্যাজিট্রেটসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত ছিলো।
আরও পড়ুন: সর্বোচ্চ ৮৫৭ হাসপাতালে ভর্তি
ইতোপূর্বে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির এবং অন্য ৩টি সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদর উপজেলা সদস্য পদে সামছুল ইকরাম পিরু, নলছিটি উপজেলা সদস্য পদে হাজী মোঃ সোহরাব হোসেন ও সংরক্ষিত নারী পদে সংরক্ষিত মহিলা সদস্য (সদর-নলছিটি) পদে বেগম হোসনে আরা মান্নান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
রাজাপুর উপজেলার সদস্য পদে এ.এইচ.এম খাইরুল আলম সরফরাজ, কাঁঠালিয়া উপজেলায় সদস্য পদে এস.এম ফয়জুল আলম সিদ্দিকী এবং রাজাপুর ও কাঁঠালিয়া নিয়ে গঠিত সংরক্ষিত মহিলা আসনে মোসাঃ জাহানারা হক নির্বাচিত হয়েছেন।
সান নিউজ/কেএমএল